ফুলবাড়ীয়ায় পৌর শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:২২:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
- / ১১০০ বার পড়া হয়েছে
ফুলবাড়ীয়ায় পৌর শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মোঃ হাবিব/ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ফুলবাড়িয়া পৌর শ্রমিক দলের অধীনস্থ ১, ২ ও ৩নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) সন্ধ্যার পর বৃষ্টি অপেক্ষা ফুলবাড়ীয়া সরকারী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
পৌর শ্রমিক দলের আহ্বায়ক জামাল উদ্দিন এর সভাপতিত্বে শ্রমিক দল ময়মনসিংহ বিভাগের সহ-সভাপতি এম.নআসাদুল্লাহ আসাদ এর সঞ্চালনায় উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা ও বিভাগের শ্রমিক দল সভাপতি মোহাম্মদ আবু সাঈদ।
এতে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবুল ফজল, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহজাহান খান সিকদার, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন খান বাপ্পি, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল আলম সেলিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাইয়ুম তালুকদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম মিয়া, আনোয়ার আকন্দ রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন, সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজল প্রমুখ।










