শিরোনাম:
ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় নারীর মৃত্যু
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৪:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
- / ১১৫৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ট্রাক্টরের ধাক্কায় সুফিয়া বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইটারী গ্রামের মৃত পনির উদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর দেড়টায় উপজেলার খড়িবাড়ী-নাগেশ্বরী সড়কের শ্যামার মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ওই নারীকে ধাক্কায় দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে ওই নারীর স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে।
সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় রংপুর মেডিক্যালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


























