ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার

হাবিবুর রহমান/ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক ষ-ড়যন্ত্র বলে মনে করছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল বলেন, শনিবার (১৫ মার্চ) সন্ধ্যার পরে কেশরগঞ্জের ঘটনা পরিকল্পিত ও সাজানো।

তারা মনে করেন, পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে প্রতিপক্ষের কথার জবাব দেন আখতারুল আলম ফারুক। সে ঘটনাটির খণ্ডিত ভিডিও সামাজিক মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে একটি মহল প্রচার করে যাচ্ছে।

তারা আরও বলেন, আখতারুল আলম ফারুক আগামী দিনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী হবেন, বর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক দোয়া ও ইফতার মাহফিলে ব্যপক জনশ্রুত পরিলক্ষিত হলে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে।

তারই অংশ হিসেবে পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নাওগাঁও ও রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলকে পন্ড করার জন্য কলেজের মূল গেইটে ফারুকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে প্রতিপক্ষরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেন, গাড়ি বহরের সামনে থাকা মাদকাসক্তদের তিনি চেনেন না, তারা নে-শাগ্রস্ত অবস্থায় বহরের সামনে অবস্থান নিলে সঠিকভাবে পরিস্থিতি সামাল দিয়েছে নেতাকর্মীরা।

তিনি আরো বলেন, তাদের কথার জবাব দিতে হয়েছে। সামাজিক মাধ্যমে সেটার খণ্ডিত অংশ প্রচার করছে দু-ষ্কৃতকারীরা। ষড়যন্ত্রকারী একটি গ্রুপ টাকা দিয়ে নেশা গ্রস্তদের ভাড়া করে গন্ডগোল করার চেষ্টা করেছে।

ট্যাগস :

ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার

আপডেট সময় : ০৩:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫

ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার

হাবিবুর রহমান/ফুলবাড়ীয়া প্রতিনিধিঃ

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার উদ্দেশ্যমূলক ও রাজনৈতিক ষ-ড়যন্ত্র বলে মনে করছেন উপজেলা ও পৌর বিএনপির নেতারা।

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, শাহীনূর মল্লিক জীবন, পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমশের আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল ফজল বলেন, শনিবার (১৫ মার্চ) সন্ধ্যার পরে কেশরগঞ্জের ঘটনা পরিকল্পিত ও সাজানো।

তারা মনে করেন, পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে প্রতিপক্ষের কথার জবাব দেন আখতারুল আলম ফারুক। সে ঘটনাটির খণ্ডিত ভিডিও সামাজিক মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে একটি মহল প্রচার করে যাচ্ছে।

তারা আরও বলেন, আখতারুল আলম ফারুক আগামী দিনে ফুলবাড়ীয়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী হবেন, বর্তমানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক দোয়া ও ইফতার মাহফিলে ব্যপক জনশ্রুত পরিলক্ষিত হলে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠেপড়ে লেগেছে।

তারই অংশ হিসেবে পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নাওগাঁও ও রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলকে পন্ড করার জন্য কলেজের মূল গেইটে ফারুকের সাথে অসৌজন্যমূলক আচরণ করে প্রতিপক্ষরা।

উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেন, গাড়ি বহরের সামনে থাকা মাদকাসক্তদের তিনি চেনেন না, তারা নে-শাগ্রস্ত অবস্থায় বহরের সামনে অবস্থান নিলে সঠিকভাবে পরিস্থিতি সামাল দিয়েছে নেতাকর্মীরা।

তিনি আরো বলেন, তাদের কথার জবাব দিতে হয়েছে। সামাজিক মাধ্যমে সেটার খণ্ডিত অংশ প্রচার করছে দু-ষ্কৃতকারীরা। ষড়যন্ত্রকারী একটি গ্রুপ টাকা দিয়ে নেশা গ্রস্তদের ভাড়া করে গন্ডগোল করার চেষ্টা করেছে।