DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫
ঢাকাশনিবার ১২ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ

Doinik Astha
মে ৪, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি অ্যালবানিজ।

শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বামপন্থি এই নেতা বিপুল ভোটে জয়লাভ করেছেন।

অ্যালবানিজ হচ্ছেন গত দুই দশকে প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী, যিনি পরপর দুই মেয়াদে জিতলেন।

সিডনিতে এদিন লেবার পার্টির বিজয়োৎসবে সমর্থকরা উল্লাস ও আবেগে একে অপরকে জড়িয়ে ধরেন। সেখানে অ্যালবানিজ বলেন, তার দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।

তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, আমাদের সরকার অস্ট্রেলীয় পথ বেছে নেবে। কারণ আমরা গর্বিত-আমাদের পরিচয় ও আমরা এ দেশে যা কিছু একসঙ্গে গড়েছি, তার জন্য।

অ্যালবানিজ বলেন, অস্ট্রেলীয়রা ন্যায্যতার পক্ষে রায় দিয়েছেন এবং ‘প্রতিকূলতার মুখেও সাহস দেখানোর শক্তি ও বিপন্নদের প্রতি সদয় হওয়ার মনোভাবের’ পক্ষে ভোট দিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]