পূর্ণিমা হোসাইন, ভৈরব প্রতিনিধি : ফ্রান্সে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ ছবি তৈরি করে ইসলাম ধর্ম এবং মহানবীকে অপমান করার প্রতিবাদে ভৈরব উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীরা মানববন্ধন করে। মানববন্ধনে শত শত মুসল্লীর ঢল ছিলো। ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
শরণখোলায় মটরসাইকেলের ধাক্কায় নারী নিহত
বিভিন্ন এলাকা থেকে সকল মুসল্লীরা স্লোগানের মাধ্যমে ভৈরব দুর্জয় মোড়ে এসে মিলিহ হয়ে দূর্জয় মোড় থেকে নিউটাউনের মোড় পর্যন্ত সারিবদ্ধ ভাবে দাড়িয়ে মানববন্ধনটি হয়। ঢাকা-সিলেট মহাসড়কে মুসল্লীরা ১ ঘন্টা যাবত অবস্থান করে মানববন্ধন করে। মানববন্ধনে মূল দাবি ছিলো ১) ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে। ২)ফ্রান্সের দূতাবাস বাংলাদেশ থেকে প্রত্যাহারকরণসহ বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক এর ভাবে প্রতিবাদ করতে হবে। শান্তিপূর্ণভাবে ভৈরব বাস স্টেন্ডে মানববন্ধন করে মোনাজাতের মাধ্যমে মানববন্ধনটি সমাপ্তি ঘোষণা করা হয়।