DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

News Editor
অক্টোবর ১০, ২০২০ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জে বন্ধুকে দিয়ে নিজের স্ত্রীকে ধর্ষণের ও সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
১০ অক্টোবর শনিবার বেলা ১১ টায় বকশীগঞ্জ প্রেসক্লাবের সামনে বকশীগঞ্জ- কামালপুর রোডে ঘন্টাব্যাপী মানববন্ধন করে আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন।ধর্ষকের উল্লাস,ধর্ষিতার কান্না মেনে নিব আর না, ধর্ষক নিপাক যাক নারী জাতি মুক্তি পাক, আর নয় ধর্ষণ ডাইরেক্ট এ্যাকশন, ধর্ষক নামে ঘুনপোকা নির্মুল হোক, বিবেক এবার ঘোমটা খোলো এমন অসংখ্য প্লেকার্ড দেখা যায়।
ঐ সময় বক্তারা বলেন, বাংলাদেশের দর্শকদের কোন ঠাঁই নাই। ধর্ষকের কোনো দল নাই সে যেই হোক, যত তাড়াতাড়ি সম্ভব ধর্ষকদের গ্রেফতার করে সরকার ঘোষিত সর্বোচ্চ শাস্তি জন সম্মুখে কার্যকর করা হোক ।
ঐ সময় বক্তব্য রাখেন, আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি মোঃ নাজমুস সাকিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, নিলাখিয়া ইউনিয়ন শাখার সভাপতি এনামুল হাসান প্রমুখ ঐ সময় আরো বক্তব্য রাখেন, বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজীব এবং উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক রাকিবিল্লাহ রাকিব প্রমুখ ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]