DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে ভাসমান ১৪ জেলে জীবিত উদ্ধার

Online Incharge
মে ২২, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গোপসাগরে ভাসমান ১৪ জেলে জীবিত উদ্ধার

 

মোঃ আল মামুন/বরগুনা প্রতিনিধিঃ

 

বঙ্গোপসাগরে ভাসমান ১৪ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। রবিবার (২১ মে) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কেএম শফিউল কিঞ্জল।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা, শুকনা খাবার ও বিশুদ্ধ পানি দেওয়া হয়েছে। সবাই এখন সুস্থ আছে। উদ্ধারকারী দল বিকল হওয়া ট্রলারটিকে টোয়িং (অন্য ট্রলার দিয়ে টেনে আনা) করে পাথরঘাটার বাদুরতলার দিকে নিয়ে আসছে। ১৪ জন মাঝিমাল্লা নিয়ে সাগরে যায় এফবি মারিয়া ট্রলারটি। ১৮ মে ঘাটে ফিরে আসার সময় ইঞ্জিন বিকল হয়ে যায় ট্রলারটির। সেই থেকে সাগরে টানা ৩ দিন ভাসছিল ট্রলারটি।

 

এদিকে রবিবার সকালে ট্রলারটি ভাসতে ভাসতে উপকূলের কাছে এলে ট্রলারমালিক সগির হোসেন বিষয়টি মালিক সমিতিকে জানান। এরপর ট্রলারটি উদ্ধারে মালিক সমিতির পক্ষ থেকে সাগরে আরেকটি ট্রলার পাঠানো হয়। একই সঙ্গে এ উদ্ধার অভিযানে যায় কোস্ট গার্ড এবং ১৪ জন জেলেদের জীবিত উদ্ধার করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০০
  • ৪:৩৫
  • ৬:৪৬
  • ৮:১১
  • ৫:১০