DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ৪ঠা ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে সাতজন কৃষকের মৃত্যু

DoinikAstha
মে ১৮, ২০২১ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

বজ্রপাতে সাতজন কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধিঃনেত্রকোনার তিন উপজেলায় হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে সাতজন কৃষকের মৃত্যু হয়েছেন। এদের মধ্যে কেন্দুয়া উপজেলায় দুইজন, মদনে দুইজন ও খালিয়াজুরীতে তিনজন।

এছাড়া বজ্রপাতে খালিয়াজুরীতে পাঁচজন ও মদনে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত কৃষকরা হলেন, কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান, খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া, একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া, বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান।

বজ্রপাতে সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪