শিরোনাম:
বনানীতে বানিজ্যিক ভবনে আগুন
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১০৪৬ বার পড়া হয়েছে
রাজধানীর বনানী চেয়রাম্যান বাড়ি এলাকায় একটি ৬ তলা বাণিজ্যিক ভবনের ৩য় তলায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯ টা ১০ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে। ভবনের তৃতীয় তলায় এমিকন মেটালের গোডাউন রয়েছে। সেখানেই আগুনের সূত্রপাত। ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র্যাব, পুলিশও। তবে ভবনটিতে কেউ আটকা পরেছে কি না তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না। আগুন লাগার পরপরই নিরাপত্তাজনিত কারণে আশপাশের কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়াও এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, আগুন লাগার পর থেকেই বিমানবন্দর থেকে মহাখালীর সড়কে যানজট দেখা দিয়েছে।
[irp]