বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ার ২৬ সেনার মৃত্যু
- আপডেট সময় : ০৯:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১০৪১ বার পড়া হয়েছে
বন্দুকধারীদের হামলায় নাইজেরিয়ার ২৬ সেনার মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কঃ
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও ৮ জন। রোববার রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।
নাইজেরিয়ার বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আহতদের উদ্ধারকারী একটি হেলিকপ্টার সকালে ওই এলাকায় বিধ্বস্ত হয়েছে, যেখানে সেনাবাহিনী অপরাধী গোষ্ঠীর সাথে লড়াই করছে।
সামরিক বাহিনীর একটি সূত্র জানায়, আমরা ২৬ জন সৈন্যকে হারিয়েছি, যার মধ্যে কয়েকজন অফিসার ও বেসামরিক জেটিএফ এনকাউন্টার ছিল এবং বাকি সৈন্য আহত হয়েছে। একই সাথে হামলাকারীরাও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
এমআই-১৭১ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করে বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, সোমবার জুংগেরু থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল।
























