DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫
ঢাকাবুধবার ১৬ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বন্দুক কিনতে গিয়ে তর্কবিতর্কের পর গোলাগুলি, নিহত ৩

DoinikAstha
ফেব্রুয়ারি ২১, ২০২১ ৫:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ

আমেরিকার নিউ অরল্যান্সে একটি বন্দুকের দোকানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এবিসি নিউজের খবরে বলা হয়েছে, স্টাফদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন এক ক্রেতা।

একপর্যায়ে ক্রেতা ও স্টাফদের মধ্যে গুলিবিনিময় হয়। এতে তিনজন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় পুলিশ জানায়, পাল্টাপাল্টি গোলাগুলিতে দুজন নিরস্ত্র লোকও আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেফারসন বন্দুক স্টোরে গোলাগুলির খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়।

আতঙ্কে অনেকেই দোকান বন্ধ করে দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় নিরাপত্তা বাহিনী।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]