DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১৮ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ এখন করোনাভাইরাস থেকে অনেকটাই নিরাপদ:জাহিদ মালেক

News Editor
অক্টোবর ৪, ২০২০ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ এখন করোনাভাইরাস (কভিড-১৯) থেকে অনেকটাই নিরাপদ বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রবিবার রাজধানীর শিশু হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২০’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত মার্চ মাসে কভিড যখন দেশে প্রথম চলে আসে, তখন নানা মানুষ নানারকম জল্পনা-কল্পনা শুরু করতে থাকে। তখন বলা হতো- বাংলাদেশে মানুষের লাশ রাস্তায় পড়ে থাকবে। লাখ লাখ মানুষ মারা যাবে। অথচ বাংলাদেশ কভিডে আক্রান্ত বিবেচনায় মৃত্যুহারে বিশ্বের সবচেয়ে কম দেশের কাতারেই রয়েছে।’

তিনি বলেন, আক্রান্ত ও মৃত্যুতে বাংলাদেশ পার্শ্ববর্তী দেশ ভারত বা ইউরোপ-আমেরিকার থেকে অনেক ভালো অবস্থায় আছে। কভিডে বাংলাদেশ এখন অনেকটাই নিরাপদ। এসব কিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনা ও দেশের স্বাস্থ্যকর্মীদের নিরলস প্রচেষ্টার ফলে।

ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনকালে জাহিদ মালেক বলেন, ‘আজকের প্রতিটি সুস্থ শিশুই আগামী দিনের উজ্জ্বল বাংলাদেশের কান্ডারি হবে। আজকের শিশুকে টীকা দিলে সেই সন্তান ভবিষ্যতের সুস্থ ও মেধাবী সন্তান হবে। একইভাবে এই টিকা না দেওয়া হলে সন্তান নানা রোগে রোগাক্রান্ত হতে পারে।’

তিনি জানান, আজ থেকে ১৭ অক্টোবর দেশের সকল ইপিআই টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪