DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলার ম্যানেজার বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগ

News Editor
অক্টোবর ৮, ২০২০ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি

বাগেরহাটের মোংলার বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজারের বিরুদ্ধে এক ব্যাক্তিকে চাকরি দেয়ার নাম করে অর্থ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রামপালের বাইনতলা গ্রামের হুমায়ূন কবির প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : মানিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা 

জানাগেছে, গত ইংরেজি ২২-০৭-২০২০ তারিখ মাষ্টার রোলে চাকরি দেওয়ার কথা বলে হতদরিদ্র হুমায়ুন কবিরের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন মোংলা শাখার ম্যানেজার মো. জসীম উদ্দিন। পরে চাকরি দিতে ব্যর্থ হওয়ায় হুমায়ুন কবির টাকা ফেরত চান ওই কর্মকর্তার কাছ। এ নিয়ে তিনি স্বাক্ষীসহ দেনদরবার করে ও কোন সুরাহা করতে পারেননি।

অভিযোগের বিষয়ে মৎস্য উন্নয়ন করপোরেশনের ম্যানেজার মো. জসীম উদ্দিনের কাছে তার ব্যাবহৃত মুঠো ফোনে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি অভিযোগকারীকে চিনিই না। এ ব্যাপারে মংলা থানার এএসআই রুহুল আমীনের কাছে জানতে চাইলে তিনি জানান, ওসি অভিযোগ নিষ্পত্তির জন্য ওই করপোরেশনের উর্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে বলেছেন যেহেতু বিষয়টি অর্থ সংক্রান্ত।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ৪:১৯
  • ৬:০৬
  • ৭:২০
  • ৫:৪৪