DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

বাউফলে চাচার হাতে ভাতিজা খুন

Online Incharge
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বাউফলে চাচার হাতে ভাতিজা খুন

 

মোঃ রবিউল/বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা মো. আল-আমিন মৃধা (৩৫) খুন হয়েছেন। তাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে খুন করা হয়।

 

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ মাধবপুর গ্রামের হাতেম মৃধার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আল-আমিন একই গ্রামের মোঃ শানু মৃধার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে আল-আমিন মিলঘর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হাতেম মৃধার বাড়ির সামনে পৌঁছালে তার গতিরোধ করে কয়েকজন যুবক। পরে তারা আল-আমিনকে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও বাম পাঁজরে চাকু ঢুকিয়ে আহত করে। পরে আল-আমিন চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আল-আমিন পরিবারের দাবি, জমিজমা নিয়ে বিরোধের সূত্র ধরে একই বাড়ির চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই মোঃ জাফরের নেতৃত্বে আল-আমিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

এ বিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটক চেষ্টা চলছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭