বাজিতপুরে জমে উঠেছে কুরবানির হাট
নুরুজ্জামান/বাজিতপুর প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায় বাজিতপুর উপজেলায় বিভিন্ন জায়গায় গরুর হাট জমে উঠেছে।বাজিতপুর উপজেলায় বাঁশ মহলে প্রতি রবিবার হাট বসে আজকে থেকে প্রতিদিন হাট বসবে বলে জানান বাজিতপুর গরু হাট কতৃপক্ষ।
অন্য দিকে সরারচর বাজারে গত শনিবার হাট বসেছে। মাছিমপুর এলাকার তারা মিয়া জানান ২টা গরু নিয়ে এসেছি দাম কম হওয়ার কারনে বিকাল হয়েছে এখনো বিক্রি করতে পারি নাই,তিনি আরো জানা বর্তমানে সব কিছু দাম অনেক বেশী হওয়ার কারনে ২টা গরু পালন করে ও লাভ করতে পারবো বলে মনে হয় না।
ক্রেতা সেলিম মিয়া জানান, এই বার গরুর এর দাম বেশী হওয়ার কারনে বেশী দাম দিয়ে কিনতে হয়েছে। তারা তেমন সুবিধা করতে পারে না।গত বছর এর তুলনায় এবার গরুর পরিমান বেশী হওয়া কম দামে বিক্রি হচ্ছে।
সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সকাল এর দিকে গরু কেনা বেচা কম। বিকাল হওয়া সাথে সাথে বিক্রি বাড়তে দেখা যায়।বাজিতপুর উপজেলায় হাট গুলোর মধ্যে অন্যতম হাট বাজিতপুর হাট,সরারচর গরু হাট,এ ছাড়া ও পিরিজপুর, হালিমপুর,হিলচিয়া বাজারে বসবে বলে জানা যায়।