DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১৫ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে রহস্যজনকভাবে মহিলার লাশ উদ্ধার

Astha Desk
মে ৭, ২০২৩ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

বানিয়াচংয়ে রহস্যজনকভাবে মহিলার লাশ উদ্ধার

 

জুয়েল রহমান/বানিয়াচং প্রতিনিধিঃ

হবিগঞ্জের বানিয়াচয়ে আনোয়ারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ। নিহত বৃদ্ধা বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউপির মজলিশপুর (বন্দেরবাড়ী) মহল্লার মৃত তাজুল খার স্ত্রী।
আজ রবিবার (৭ মে) ভোর ৫টায় লাশ উদ্ধার করা হয়।

 

এলাকাবাসী ও বানিয়াচং থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টায় নিহতের পুত্র হামিদ খা‘র চিৎকার শুনে এলাকাবাসী এসে বসত ঘরের পাশে গাছতলায় বৃদ্ধার লাশ দেখতে পান। এ সময় বৃদ্ধার মাথায় আঘাত ও রক্তক্ষরণ হতে দেখেন।

 

এ ঘটনাটি এলাকাবাসী ইউপি সদস্য মনসুর আহমদকে জানালে তিনি বিষয়টি থানা পুলিশকে অবগত করেন।

 

নিহত আনোয়ারা বেগমের মেয়ের স্বামী ও প্রতিবেশী জাহেদ মিয়া জানান, আনোয়ারা বেগম প্রায় ২০বছর পূর্বে স্বামী হারিয়ে বিধবা হন। তার ১ পুত্র হামিদ খা ও ৪ কন্যা সন্তান থাকা স্বত্ত্বেও স্বামীর মৃত্যুর পর থেকে অন্যের বাড়ীতে তিনি কাজ করে সংসার চালাতেন। একই ঘরে পুত্রের পরিবারসহ তিনিও বসবাস করতেন।

 

শনিবার রাত অনুমান ৩ ঘটিকার সময় নিহতের পুত্র হামিদ খার চিৎকার শুনে আমরা ঘুম থেকে উঠে ঘরের পাশ্ববর্তী গাছতলায় শাশুরীর লাশ দেখতে পাই। এসময় তার মাথায় আঘাত ও রক্ত দেখতে পাই।

 

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন, স্থানীয়দের মাধ্যেমে সংবাদ পেয়ে ভোরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার মাথায় রক্তাক্ত জখম রয়েছে। রিপোর্ট লেখার সময় পুনরায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করা হলে বৃদ্ধার মৃত্যু দূর্ঘটনাজনিত আঘাতের কারণে হয়েছে বলে নিশ্চিত করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]