DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তি চরমে

Abdullah
অক্টোবর ১৮, ২০২৩ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টারঃ

বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-কক্সবাজারসহ সব সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ ৭ দফা দাবিতে পরিবহন ধর্মঘট পালন করছে পরিবহণ মালিক ও শ্রমিকরা। আজ বুধবার (১৮ অক্টোবর) বান্দরবানে চলছে পরিবহন ধর্মঘট। পরিবহন ধর্মঘটের কারণে দুরপাল্লার গাড়ী বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে পর্যটকসহ সাধারণ যাত্রীরা।

সংশ্লিষ্টরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার ও বান্দরবানসহ মহাসড়কে অনুমোদন ছাড়া চলছে বিআরটিসি বাস ও থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন। অমিনিবাসে চেসিস লাগিয়ে ডাবল ডেকার স্লিপার কোচে পরিণত করে সার্ভিস দিচ্ছে।

এছাড়াও সড়কে অবৈধ টুকটুকি, ব্যাটারী রিক্সা, সিএনজিসহ অনেক গাড়ি চলাচলের কারনে সৃষ্টি হয় যানজট। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

এদিকে পরিবহণ মালিক ও শ্রমিদের দাবি, গাড়ী রিকুইজিশন, গাড়ী টোকেন করা, কথায় কথায় মামলা দায়ের ও বড় অংকের জরিমানাও করা হচ্ছে।

এতে করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের গাড়ির মালিকেরা আর্থিক ক্ষতিসহ চরমভাবে বৈষম্যর শিকার হচ্ছে। এসব অনিয়ম ও হয়রানী বন্ধের দাবী জানিয়ে পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার, বিআরটিএর পরিচালকসহ সর্বস্তরে স্মারকলিপি দিয়েও কোন সুরাহা হচ্ছেনা। তাই বাধ্য হয়ে আমরা পরিবহণ ধর্মঘট পালন করছি। অনতি বিলম্বে এসব দাবী মেনে নিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান তারা।

বান্দরবান শৈলশোভা পরিবহন শ্রমিক সমিতির সভাপতি আবদুল কুদ্দুস চেয়ারম্যান বলেন, আজকে আমরা সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবহন ধর্মঘট করছি। আমাদের এ দাবি না মানলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ৪:২৩
  • ৬:১১
  • ৭:২৫
  • ৫:৪২