DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২১শে মে ২০২৪
ঢাকামঙ্গলবার ২১শে মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে পানছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

Abdullah
এপ্রিল ৯, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে পানছড়িতে তিন সংগঠনের বিক্ষোভ

 

পানছড়ি প্রতিনিধিঃ

বান্দরবানে বম জনগোষ্ঠীর উপর নারকীয় হত্যাকান্ডের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য নারী সংঘ। আজ রবিবার (৯ এপ্রিল/২৩) সকাল ১১ টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।

 

সমাবেশে সন্ত্রাসীর বিরুদ্ধে আপারেশনের নামে নিরীহ মানুষ হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধ কর বান্দরবানে ঠ্যাঙারে বাহিনী কর্তৃক বম জাতিগোষ্ঠীর ৮ গ্রামবাসীকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে এই শ্লোগানে সামনে রেখে লোগাং আমতলী বটতলা হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে, আমতলী বাজারে সড়কে এসে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) পানছড়ি ইউনিটের সংগঠক সম্রাট চাকমা, পার্বত্য চট্রগ্রাম নারী সংঘ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক প্রণীতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম সভাপতি এস মঙ্গল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা কমিটির সভাপতি তৃঞ্চাকর চাকমা ও পিসিপি সাধারণ সম্পাদক সুনীল চাকমা প্রমূখ।

সমাবেশে বক্তরা বলেন, সাম্প্রতিক সময়ে বান্দরবানে রাষ্ট্রীয় বাহিনী প্রত্যক্ষ মদদে ভূমি বেদখলের পাঁয়তারা। ২০১৯ সালে ৯ এপ্রিল রাজধানী ঢাকা থেকে ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমার সন্ধান এই সরকার এখনো দিতে পারেনি। বক্তারা আরও বলেন, গত ৬ এপ্রিল রাষ্ট্রীয় বাহিনীর মদদপুষ্ট নব্যমুখোশ-সংস্কারপন্থীদের একটি সশস্ত্র দল রুমার জারভারাং পাড়া থেকে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রসহ ২২ জনকে অপহরণ করে সীমান্তবর্তী রোয়াংছড়ির খামতাং পাড়া স্কুলে নিয়ে যায়। পরে সেখান থেকে ১৫ জনকে ছেড়ে দেয়া হলেও পরদিন ৭ এপ্রিল সকালে ‘দু পক্ষের গোলাগুলি’র নাটক সাজিয়ে বাকীদের নৃশংসভাবে গুলি করে হত্যা করে। অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪০
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৫২
 • ১১:৫৮
 • ৪:৩৩
 • ৬:৪০
 • ৮:০৩
 • ৫:১৩