DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৭শে মার্চ ২০২৫
ঢাকাবৃহস্পতিবার ২৭শে মার্চ ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানে বিজিবির অভিযানে অত্যাধুনিক অস্ত্র-প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার

Astha Desk
সেপ্টেম্বর ২০, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানে বিজিবির অভিযানে অত্যাধুনিক অস্ত্র-প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার

আস্থা ডেস্কঃবান্দরবানের সীমান্তবর্তী দোপানিছড়া এলাকায় দুর্গম পাহাড়ে সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেই আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ, ড্রোন ও সিগন্যাল জ্যামারসহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, বান্দরবানের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গলে একটি আস্তানা স্থাপন করে একদল পাহাড়ি সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে দোপানিছড়া এলাকার সীমান্ত সংলগ্ন পাহাড়ি জঙ্গলে অভিযান চালায় বিজিবির রুমা ব্যাটালিয়ন। অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ২টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, ১টি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন, ১টি অত্যাধুনিক প্রযুক্তির সিগন্যাল জ্যামার, ১টি অডিও/ভিডিও রেকর্ডার, ১টি ভিডিও ক্যামেরা, ১টি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা, ১টি কী (key) ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার, ১টি দূরবীন, ২টি ওয়াকিটকি, ১টি ল্যাপটপ, ২টি পাওয়ারফুল লাইট, ১টি সোলার সিস্টেম, ১টি আকাশ টিভি রিসিভার ও ১টি আমব্রেলা, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ২টি বাটন মোবাইল, দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র, বাংলা মদ, ১টি হেলমেটসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়।

জনসংযোগ কর্মকর্তা আরও বলেন,
এছাড়া ঐ স্থানে অবজারভেশন পোস্ট, পরিখা, অস্থায়ী অস্ত্রাগার, বিশ্রামাগার, কুক হাউজ ইত্যাদির সন্ধান পাওয়া গেছে। অভিযানে সবকিছু ধ্বংস করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭