DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকারবিবার ৮ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাল্টিক সাগরে মার্কিন যুদ্ধবিমানকে প্রতিহত করল রাশিয়া

News Editor
সেপ্টেম্বর ২৬, ২০২০ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাল্টিক সাগরের আকাশে মার্কিন বি-৫২ দুটি যুদ্ধবিমানকে প্রতিহত করেছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। মার্কিন যুদ্ধবিমান দুটি রাশিয়ার আকাশীসীমার দিকে এগিয়ে আসায় রাশিয়ান বিমান প্রতিরক্ষার জন্য তাড়া করে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পক্ষ থেকে বিশয়টি নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার(২৫ সেপ্টেম্বর) রুশ মন্ত্রণালয়ের ন্যাশনাল ডিফেন্স ম্যানেজমেন্ট সেন্টার এক বিবৃতিতে বলেছে, মার্কিন বোমারু বিমান দুটিকে শণাক্ত করার পর সেগুলোকে বাধা দিতে বাল্টিক বিমান বহর থেকে একটি সুখোই এসইউ-২৭ জঙ্গিবিমান পাঠানো হয়। বিমানটি নিরাপদ দূরত্বে থেকে মার্কিন বিমান দুটিকে রুশ আকাশসীমার দিকে না যেতে নির্দেশনা দেয় এবং এক পর্যায়ে এস্কর্ট করে মার্কিন বোমারু বিমান দুটিকে। 

আরও পড়ুনঃইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৫

আরও বলা হয়েছে, গতকাল রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, রুশ সীমান্তের ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে আমেরিকা ও ন্যাটো বাহিনী সামরিক মহড়া চালাচ্ছে। মার্কিন বিমান রুশ আকাশসীমায় ঢুকতে পারে নি। মার্কিন বিমান তাড়িয়ে দিয়ে রুশ জঙ্গিবিমানটি নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।  

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১