ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিএন‌পির মহাসমাবেশ-স্লোগা‌নে স্লোগানে মুখ‌রিত ফকিরাপুল

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

বিএন‌পির মহাসমাবেশ-স্লোগা‌নে স্লোগানে মুখ‌রিত ফকিরাপুল

আস্থা ডেস্কঃ

মহাসমাবেশ সফল করতে জ‌ড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। রাজধানীর নয়াপল্টন আগেই পরিপূর্ণ। এখন বিএনপির নেতা-কর্মীরা ফ‌কিরাপুল এলাকা দখলে নিয়ে স্লোগান দিচ্ছে।

ঢাকা ও দেশের বি‌ভিন্ন স্থান থে‌কে বিএন‌পির নেতা-কর্মীরা বড় বড় মিছিল নি‌য়ে হা‌জির হ‌চ্ছেন সমা‌বেশস্থলে। ফ‌কিরাপুল, রাজারবাগ পু‌লিশ লাইনস হাসপাতালসহ আশপা‌শের সড়কগু‌লো‌তে অবস্থান নি‌য়ে‌ছেন যুবদল, কৃষক দল, সেচ্ছা‌সেবক দলসহ বিএন‌পির বি‌ভিন্ন অঙ্গসংগঠ‌নের কর্মীরা। মহাসমা‌বে‌শে আসা এসব নেতা-কর্মীরর স্লোগা‌নে মুখ‌রিত হ‌য়ে উঠে‌ছে ফ‌কিরাপুল এলাকা। তাদের এক দাবি, এই সরকা‌রের পদত‌্যাগ।

কক্সবাজার থে‌কে আসা বিএন‌পির নেতা মোঃ আওয়াল ব‌লেন, শেখ হা‌সিনার পদত‌্যাগ আর আমা‌দের নেত্রী খা‌লেদা জিয়ার মু‌ক্তি চাই। এই সরকা‌রের অপশাসন অনেক সহ‌্য ক‌রে‌ছে মানুষ। আর না। আমা‌দের বিজয় সু‌নি‌শ্চিত।

ময়মন‌সিংহ থেকে এসে‌ছেন কৃষকদলের নেতা মাহফুজ উল্লাহ ব‌লেন, প‌থে প‌থে বাধা। এই সরকার আমা‌দের সব অধিকার কে‌ড়ে নি‌য়ে‌ছে। আমরা শা‌ন্তিপূর্ণ সমা‌বেশ করব তা‌তেও বাধা। ময়মন‌সিংহ থে‌কে বাস বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে। বাধ‌্য হ‌য়ে রোগী সে‌জে এ‌্যাম্বু‌লে‌ন্সে ক‌রে সমা‌বে‌শে এসে‌ছি।

ট্যাগস :

বিএন‌পির মহাসমাবেশ-স্লোগা‌নে স্লোগানে মুখ‌রিত ফকিরাপুল

আপডেট সময় : ১২:৩৪:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

বিএন‌পির মহাসমাবেশ-স্লোগা‌নে স্লোগানে মুখ‌রিত ফকিরাপুল

আস্থা ডেস্কঃ

মহাসমাবেশ সফল করতে জ‌ড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। রাজধানীর নয়াপল্টন আগেই পরিপূর্ণ। এখন বিএনপির নেতা-কর্মীরা ফ‌কিরাপুল এলাকা দখলে নিয়ে স্লোগান দিচ্ছে।

ঢাকা ও দেশের বি‌ভিন্ন স্থান থে‌কে বিএন‌পির নেতা-কর্মীরা বড় বড় মিছিল নি‌য়ে হা‌জির হ‌চ্ছেন সমা‌বেশস্থলে। ফ‌কিরাপুল, রাজারবাগ পু‌লিশ লাইনস হাসপাতালসহ আশপা‌শের সড়কগু‌লো‌তে অবস্থান নি‌য়ে‌ছেন যুবদল, কৃষক দল, সেচ্ছা‌সেবক দলসহ বিএন‌পির বি‌ভিন্ন অঙ্গসংগঠ‌নের কর্মীরা। মহাসমা‌বে‌শে আসা এসব নেতা-কর্মীরর স্লোগা‌নে মুখ‌রিত হ‌য়ে উঠে‌ছে ফ‌কিরাপুল এলাকা। তাদের এক দাবি, এই সরকা‌রের পদত‌্যাগ।

কক্সবাজার থে‌কে আসা বিএন‌পির নেতা মোঃ আওয়াল ব‌লেন, শেখ হা‌সিনার পদত‌্যাগ আর আমা‌দের নেত্রী খা‌লেদা জিয়ার মু‌ক্তি চাই। এই সরকা‌রের অপশাসন অনেক সহ‌্য ক‌রে‌ছে মানুষ। আর না। আমা‌দের বিজয় সু‌নি‌শ্চিত।

ময়মন‌সিংহ থেকে এসে‌ছেন কৃষকদলের নেতা মাহফুজ উল্লাহ ব‌লেন, প‌থে প‌থে বাধা। এই সরকার আমা‌দের সব অধিকার কে‌ড়ে নি‌য়ে‌ছে। আমরা শা‌ন্তিপূর্ণ সমা‌বেশ করব তা‌তেও বাধা। ময়মন‌সিংহ থে‌কে বাস বন্ধ ক‌রে দি‌য়ে‌ছে। বাধ‌্য হ‌য়ে রোগী সে‌জে এ‌্যাম্বু‌লে‌ন্সে ক‌রে সমা‌বে‌শে এসে‌ছি।