DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১লা ডিসেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ১লা ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

বিএনপির রোডমার্চ চলাকালে প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুর

Doinik Astha
অক্টোবর ২, ২০২৩ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ চলাকালে ঈশ্বরগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেল ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা গেছে, রোববার ওই রোডমার্চ চলাকালীন বিকালে ঈশ্বরগঞ্জ ভূইয়া ফিলিং স্টেশনের বিপরীতে ৪টি মোটরসাইকেল, ঈশ্বরগঞ্জ ব্রিজের কাছে ও শর্শী নামক স্থানে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া একটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান রাজু অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশনের বিপরীতে রাখা তার একটি ও সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতার একটি এবং সাবেক ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান কাঞ্চনসহ তাদের চারটি মোটরসাইকেল বিএনপি নেতাকর্মীরা ভাঙচুর করেছে। এ ব্যাপারে তারা থানায় অভিযোগ করবেন বলে জানান।

বিএনপির সাবেক এমপি শাহনূরুল কবীর শাহীন অভিযোগ করে বলেন, রোডমার্চ চলাকালে প্রাইভেটকার মোটরসাইকেলসহ তাদের ৪-৫টি গাড়ি দুস্কৃতকারীরা ভাঙচুর করেছে।

এলাকাবাসী জানান, এ সময় ককটেল বিস্ফোরিত হয়েছে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩২
  • ৬:২৪