শিরোনাম:
বিএনপির রোববারের সমাবেশ স্থগিত
Doinik Astha
- আপডেট সময় : ১০:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ১০৭২ বার পড়া হয়েছে
আগামীকাল রোববারের (১৫ সেপ্টেম্বর) গণতন্ত্র সমাবেশ স্থগিত করেছে বিএনপি। প্রাকৃতিক দুর্যোগের কারণ উল্লেখ করে দলের পক্ষ থেকে সমাবেশ স্থগিত করার কথা জানিয়েছে তারা।
উল্লেখ্য, নিম্নচাপের প্রভাবে কক্সবাজারে টানা বৃষ্টি, ট্রলার ডুবি, পাহাড়ধস ও পানিতে ডুবে দু’দিনে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে, বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৯ মাঝিমাল্লা উদ্ধার হলেও এখনো নিখোঁজ শতাধিক জেলে। জেলায় গত ২৪ ঘন্টায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর আগে ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। যা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি বলে জানায় আবহাওয়া বিভাগ। কক্সবাজার সমুদ্র বন্দরে এখনো তিন নম্বর সতর্কতা সংকেত বলবৎ রাখা হয়েছে।























