DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১৮ই মে ২০২৫
ঢাকারবিবার ১৮ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বিক্রয় বেড়েছে ঠাকুরগাঁও বিসিক উদ্যোক্তা মেলায়

Astha Desk
মার্চ ১৯, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বিক্রয় বেড়েছে ঠাকুরগাঁও বিসিক উদ্যোক্তা মেলায়

আব্দুলল্লাহ আজাদ/ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ

 

ঠাকুরগাঁও বিসিক উদ্যোক্তাদের উৎপাদিত পাট, তাঁত, চামড়া, মৃৎ ও হস্তশিল্পের পছন্দের পণ্য ক্রেতারা ক্রয় করছেন। বাজারের দামের তুলনায় একটু কমে বিসিক উদ্যোক্তা মেলায় বাহারি পণ্য বিক্রি হচ্ছে। তাই পণ্য কিনতে প্রতিদিনই বিভিন্ন বয়সের মানুষের সমাগম ঘটছে মেলায়।

 

নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে গত ১১ই মার্চ ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠে) মাঠ জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও জেলা বিসিক কার্যালয়ের উদ্যোগে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়।

 

মেলায় পাট, তাঁত, চামড়া, মৃৎ ও হস্তশিল্পে উৎপাদিত পণ্যের ৪৫ টি স্টল বসেছে। দেশের বিভিন্ন জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তারা তাদের পণ্যের স্টল এ মেলায় বসিয়েছেন।এখান থেকে ক্রেতারা তাদের পছন্দের পণ্য কিনছেন।স্থানীয় উদ্যোক্তারা অন্য জেলার উদ্যোক্তাদের পণ্যের সাথে পরিচিত হচ্ছেন। অনেকে মেলায় এসে এসব পণ্য দেখে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন।

 

উদ্যোক্তারা জানায়, আমাদের এখানে হস্তশিল্পের বিভিন্ন কারুকার্য খচিত পোশাক,আসবাবপত্রসহ রয়েছে বিভিন্ন পণ্যের সমাহার। প্রতিদিনই অনেক ক্রেতা আসছে তাদের পছন্দ অনুযায়ী পণ্য সামগ্রী স্বল্প মূল্যে ক্রয় করে নিয়ে যাওয়ার জন্য।

 

ক্রেতারা জানায়, স্বল্প মূল্যে ভালো মানের হাতের কাজ করা ভালো মানের পোশাকসহ বিভিন্ন আসবাবপত্র পাচ্ছি। বিসিক কর্তৃপক্ষকে ধন্যবাদ জনাচ্ছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫
  • ১১:৫৮
  • ১৬:৩২
  • ১৮:৩৭
  • ২০:০০
  • ৫:১৬