DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪
ঢাকামঙ্গলবার ১৫ই অক্টোবর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিদেশ যেতে খালেদা জিয়ার কোনও বাধা নেই

News Editor
সেপ্টেম্বর ৩০, ২০২০ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

‘বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং বিদেশ যেতে পারবেন না’- এমন শর্ত বহাল রেখে সরকারের নির্বাহী আদেশে দ্বিতীয় মেয়াদে আরও ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

তবে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন জানিয়েছেন, যুক্তরাজ্যের ভিসা পেতে খালেদা জিয়ার কোনও বাধা নেই।

২ মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত সাময়িক মুক্তিতে থাকা বেগম জিয়ার যুক্তরাজ্যের ভিসা পাওয়া নিয়ে এক প্রশ্নের উত্তরে ডিকসন বলেন, ‘খালেদা জিয়ার পরিবার যুক্তরাজ্যে আছে। খালেদা জিয়ার ভিসা পেতে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে কোনও বাধা নেই।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।

অন্তর্বর্তীকালীন মুক্তির শর্তানুযায়ী, বেগম জিয়া চাইলেও বিদেশ যেতে পারবেন না। এজন্য তাকে সরকারের কাছে আবেদন করতে হবে। সরকার অনুমতি দিলে তবেই বিদেশ গমন করতে পারবেন তিনি। ফলে সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়াটা অনেকটা সরকারের ইচ্ছে-অনিচ্ছের ওপর নির্ভর করছে।

ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারায় বেগম জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে সরকারের নির্বাহী আদেশে গত ২৫ মার্চ ৬ মাসের জন্য তিনি মুক্তি পান।

ছাত্রলীগের কারও বাড়িতে সুন্দরী মেয়ে দেখলেই তুলে নিয়ে যাচ্ছে : রিজভী

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট- এই দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাভোগ করছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে গেল বছরের এপ্রিলে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর থেকে গত প্রায় ১১ মাস ধরে সেখানেই কারা নজরদারিতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

দীর্ঘ ২ বছর ১ মাস ১৯ দিন কারাভোগের পর সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের সাজা স্থগিতাদেশ নিয়ে গত ২৫ মার্চ বিকেলে বিএসএমএমইউ থেকে মুক্তি পান দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক এই প্রধানমন্ত্রী।

আরো পড়ুন :  দেশটা কারও একার নয়-মির্জা ফখরুল

এরপর খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদনের প্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানান, বেগম খালেদা জিয়ার সাময়িক মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। ফলে আরও ৬ মাস তিনি গুলশানের বাসা ফিরোজাতেই থাকার সুযোগ পাচ্ছেন।

তিনি জানান, বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে সাময়িক মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিবাচক সাড়া দিয়েছেন। খালেদা জিয়ার আরও ৬ মাস ‍মুক্তির ক্ষেত্রে আগে যেসব শর্ত ছিলো সেগুলো অপরিবর্তিত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৩৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৪
  • ১১:৪৮
  • ৩:৫৫
  • ৫:৩৬
  • ৬:৫০
  • ৫:৫৬