DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৯ই জুন ২০২৩
ঢাকাশুক্রবার ৯ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতায়িত খুটির সাথে জড়িয়ে যুবকের মৃত্যু

Online Incharge
মে ১, ২০২৩ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুতায়িত খুটির সাথে জড়িয়ে যুবকের মৃত্যু

 

 

মামুনুর রশীদ/ফরিদপুর প্রতিনিধিঃ

 

 

ফরিদপুরে পল্লী বিদ্যুতের লাইনের খুঁটির সাথে বিদ্যুতায়িত হয়ে যুবরাজ শেখ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কৈজুরি ইউনিয়নের আকুইন ভাটপাড়া গ্রামের ক্লাব বাজারে পাশে এ ঘটনা ঘটেছে। নিহত যুবরাজ শেখ একই এলাকার মরহুম জাহাঙ্গীর শেখের ছেলে। তিনি আন্তঃজেলা লাইনে পিকআপ ট্রাক চালক বলে জানা গেছে।

 

কৈজুরি ইউনিয়ন বাসিন্দা সেলিম মিয়া জানান, সকাল সাড়ে ১১টার দিকে যুবরাজ বাড়ির পেছনে কাজ করতে গিয়ে পল্লী বিদ্যুতের খুঁটির টানার সাথে পড়ে থাকা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয় সূত্র মতে আরও জানাযায়, প্রায় দুই মাস আগে পল্লী বিদ্যুতের পুরাতন খুঁটি পরিবর্তন করে নতুন খুঁটি স্থাপন করা হয় যুবরাজের বাড়ির পাশে। কিন্তু খুঁটির সাথে দেয়া অ্যালুমিনিয়ামের টানা মাটিতে পুঁতে না রেখে পাশের একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। এরফলে সঞ্চালন করা ১১ হাজার ওয়াটের হাই ভোল্টেজ যুক্ত হয়ে রয়েছে ঐ তারের সাথে। গ্রামবাসীর অভিযোগ পল্লী বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় প্রতিন্রএম্ন দুর্ঘটনা ঘটছে।

 

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) এ কে এম আলাউদ্দিন সাংবাদিকদের জানান, আমরা জানতে পারি ছেলেটি খাম্বার টানা খুলে কাজ করছিল। টানা খুলে দেয়ার কারণে সঞ্চালন লাইনের সাথে যুক্ত হয়ে পড়ায় ছেলেটি বিদ্যুতায়িত হয়। এ দুর্ঘটনার কারণে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায় বলে তিনি জানান।

 

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়েছিল এবং লিখিত কোন অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১০