DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুৎস্পৃষ্ট ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা

Online Incharge
সেপ্টেম্বর ১, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বিদ্যুৎস্পৃষ্ট ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা

 

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের আকবরশাহতে বিদ্যুৎস্পৃষ্টে অভিজিৎ সেন নামে ৩২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আমড়া পাড়তে গাছে উঠলে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বাবা ডা. চন্দর সেনও।

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিজিৎকে মৃত ঘোষণা করে তার বাবাকে হাসপাতালে ভর্তি করান। অভিজিৎ সেনের বাড়ি হাটহাজারী এলাকার উত্তর মার্দাশা এলাকায়। আকবরশাহর শহীদ লেইনে ভাড়া বাসায় থাকেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টায় বাসার পাশে আমড়া পাড়তে গাছে উঠে অভিজিৎ। উঠতে উঠতে গাছের ভেতর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের একটি তারে জড়িয়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তার চেঁচামেচিতে ছেলেকে বাঁচাতে ছুটে যান চন্দন সেন। গাছের নিচে পড়ে তিনিও গুরুতর আহত হন।

আকবর শাহ থানার এস আই মোঃ তহিদুল ইসলাম বলেন, ঘটনার পর পর স্থানীয় সাধারণ মানুষ পিডিবিতে খবর দিয়ে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে। পরে তাদের উদ্ধার করে ইমপেরিয়াল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অভিজিৎকে মৃত ঘোষণা করে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭