DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

বিপদসীমা অতিক্রম করেছে রংপুরে তিস্তা ও যমুনেশ্বরীর পানি

Astha Desk
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

বিপদসীমা অতিক্রম করেছে রংপুরে তিস্তা ও যমুনেশ্বরীর পানি

স্টাফ রিপোর্টারঃ

উজানের ঢলে রংপুরে তিস্তা ও যমুনেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তিস্তার কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৭ সেন্টিমিটার এবং যমুনেশ্বরীর ১০ সেন্টিমিটার ওপর পানি প্রবাহিত হচ্ছে। পানি বাড়তে থাকায় রংপুরে নদীর তীরবর্তী কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে করে রংপুরের বদরগঞ্জ ও কাউনিয়া উপজেলার নদীর তীরবর্তী এলাকাগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। ইতোমধ্যে কাউনিয়ার পাঞ্জর ভাঙ্গা, গদাই, শাহবাগ, হরিশ্বরসহ বিভিন্ন গ্রামে তিস্তার পানি ঢুকে পড়েছে।

গত দুই দিনে ভারী বর্ষণে রংপুর বিভাগের পাঁচ জেলায় ১ হাজার ২৩৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তাসহ অন্য নদীর পানি বাড়ছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, উজানের পাহাড়ি ঢলে উত্তরের তিস্তা, ধরলা, দুধকুমারসহ অন্য নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলের কিছু এলাকায় পানি ঢুকে পড়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।