নবাবগঞ্জে কলেজছাত্রীর আত্মহত্যা
- আপডেট সময় : ০৯:৫৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / ১০৪১ বার পড়া হয়েছে
নবাবগঞ্জে কলেজছাত্রীর আত্মহত্যা
রিয়াজুর রহমান সাগর/দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে পুষ্প রাণী (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (৩০মে) দুপুরে উপজেলার কুশদহ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার শ্রী বিদেশ চন্দ্র রায় এর মেয়ে ও আফতাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজনরা জানান, পুষ্প দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিল। তার অসুস্থতা নিয়ে তিনি খুবই চিন্তিত ছিল। আজ দুপুরে খাওয়ার পর হঠাৎ তিনি তার নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সিরাজুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে মেয়েটি দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিল। তাই তিনি আবেগের বসে আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই পুষ্পর মরদেহ পরিবারকে মাঝে হস্তান্তর করা হয়েছে।

















