করোনাভাইরাসের কারণে অনেক দিন ধরেই বন্ধ ছিল সব ধরণের খেলাধুলা। এর প্রভাব পড়েছে খেলোয়াড়দের শরীরে। ফিটনেস কমে যাওয়ায় অনেকেই নিজের শতভাগ দিতে পারছেন না। এমতাবস্থায় দলের খেলোয়াড়দের ফিটনেস ট্রেনার হিসেবে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী অ্যাথলেটখ্যাত অ্যালিসা স্মিথকে নিয়োগ দিয়েছে জার্মান বুন্দেসলিগার দল বরুশিয়া ডর্টমুন্ড।
আবেদনময়ী উপাধিটা এমনি এমনি পাননি অ্যালিসা স্মিথ। আকর্ষণীয় চেহারা, অসাধারণ ফিগারের পাশাপাশি ট্র্যাকে দৌড়ের মাধ্যমে ঝড় তুলতে বেশ ওস্তাদ তিনি। এসব কারণেই অস্ট্রেলিয়ার বিখ্যাত ম্যাগাজিন বাস্টেড কাভারেজ অ্যালিসাকে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী অ্যাথলেট হিসেবে আখ্যা দিয়েছে।
আরও পড়ুন : কলকাতার ৭ উইকেটের জয়
এরইমধ্যে ভক্তরা ক্লাবের পাশাপাশি অ্যাথলেট কাম নারী ফিটনেস ট্রেনার অ্যালিসাকে নিয়ে মেতেছেন। কিন্তু হঠাৎ কেন এত আলোচনায় তিনি?ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি সান জানিয়েছে, ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার স্পন্সরে গত সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ডের ট্রেনিং কমপ্লেক্সে অ্যালিসাকে আমন্ত্রণ জানানো হয়।
এদিন ক্লাবের ফুটবলারদেরকে নিজস্ব ভঙ্গিমায় অনুশীলন করান স্মিথ। অনুশীলনের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে মুহূর্তেই, হয়ে যায় ভাইরাল।অ্যালিসাকে বরুশিয়া ডর্টমুন্ডের ফিটনেস ট্রেনার হিসেবে নিয়োগ দেয়ার তথ্য নিশ্চিত করেছে বেশ কিছু গণমাধ্যম।