DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিশ্বে করোনায় মৃত্যু ৩৮ লাখ ছাড়াল

DoinikAstha
জুন ১২, ২০২১ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বে করোনায় মৃত্যু ৩৮ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্কঃ সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যের সংখ্যা ৩৮ লাখ ছাড়াল। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৩৮ লাখ ২৭৮। শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১৭ কোটি ৬০ লাখে।

শনিবার (১২ জুন) সকাল ৮টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ৩৮ লাখ ২৮৩ জন। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৩ লাখ ৫ হাজার ৮৪৮ জন। আর মৃত্যের সংখ্যা ৬ লাখ ১৪ হাজার ৭২৮ জন।

যুক্তরাষ্ট্রের ৬৪ শতাংশ প্রাপ্ত বয়স্ককে করোনার এক ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকার দুই ডোজ দেওয়া হয়েছে ৫৩ শতাংশ মানুষকে। সংক্রমণ কমে আসায় ক্যালিফোর্নিয়ায় ১৫ জুন থেকে উঠে যাচ্ছে সম্পূর্ণ বিধিনিষেধ।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার। শনাক্তের সংখ্যা হয়েছে ৮৪ হাজার।ভারত সরকার জানায়, করোনার সংক্রমণ ঠেকাতে তামিলনাড়ুর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ২১ জুন পর্যন্ত করেছে এ লকডাউন চলবে।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে দুই সপ্তাহের লকডাউন শেষ হওয়ার একদিন পরই শুক্রবার ভিক্টোরিয়ায় নতুন করে একজনের সংক্রমণ ধরা পড়েছে।এদিকে ব্রাজিল সরকার জানায়, ১২ বছরের পর থেকে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ করা যাবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০