DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব কাপ থেকে বিদায় হতে পারে পাকিস্তান!

Astha Desk
জুন ১৪, ২০২৪ ১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ব কাপ থেকে বিদায় হতে পারে পাকিস্তান!

আস্থা ডেস্কঃ

ভারী বৃষ্টিপাতে বন্যা পরিস্থিতিতে ফ্লোরিডায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফলে ফ্লোরিডায় পাকিস্তানের বিশ্বকাপের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। খেলা পণ্ড হয়ে গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাবে বাবর আজমরা।

ফ্লোরিডার ফোর্ট লডারহিলের সেন্ট্রাল ব্রোওয়ার্ড স্টেডিয়ামে বিশ্বকাপের তিনটি ম্যাচ হওয়ার কথা রয়েছে। তার মধ্যে দু’টি ম্যাচ মহাগুরুত্বপূর্ণ। শুক্রবার আয়ারল্যান্ড লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। পরে শনিবার ভারত-কানাডা ও রবিবার পাকিস্তান-আয়ারল্যান্ডের খেলাও এই মাঠেই আয়োজন করবে আইসিসি।

কয়েক দিন ধরে বৃষ্টিতে ফ্লোরিডার পরিস্থিতি খারাপ যাচ্ছে। সেখানকার গভর্নর রন ডেসান্টিস জানান, বৃষ্টির প্রভাবে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে রাস্তাঘাট, বিমানবন্দর, স্কুল ও অন্য জরুরি পরিষেবা বন্ধ হয়ে গেছে। সবাইকে বাড়িতে থাকার অনুরোধ করা হচ্ছে। প্রশাসন নিজের কাজ করছে। জরুরি অবস্থা জারি করা হচ্ছে।’ জরুরি অবস্থা জারি করেছেন ফোর্ট লডারহিলের মেয়র ডিন ট্রান্টালিসও।

মঙ্গলবার ফ্লোরিডায় শ্রীলঙ্কা-নেপালের ম্যাচও বৃষ্টিতে বাতিল হয়েছে। গ্রুপের শেষ ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার জন্য প্রস্তুত শ্রীলঙ্কা। কিন্তু বিমান পরিষেবা বন্ধ হয়ে গেছে। তাই ফ্লোরিডাতে আটকে পড়েছেন লঙ্কান ক্রিকেটাররা।

গত কয়েক দিনের ছবিতে স্পষ্ট প্রবল বৃষ্টি হচ্ছে ফ্লোরিডায়। বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির সঙ্গে হচ্ছে বজ্রপাত। ঘর থেকে বেরোনোর মতো পরিস্থিতি নেই। বিভিন্ন রাস্তায় বন্যার পানির তোড়ে গাড়ি ভেসে যাচ্ছে।

ফ্লোরিডার আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে। বন্যা পরিস্থিতির উন্নতি না হলে মাঠে পানি জমে থাকা স্বাভাবিক। তেমন কিছু হলে ভারত-পাকিস্তান গ্রুপের তিনটি ম্যাচই বৃষ্টিতে ভেসে যেতে পারে। এতে ভারতের কোনো সমস্যা হবে না। কারণ তারা ইতোমধ্যেই সুপার এইটের টিকিট নিশ্চিত করে ফেলেছে। কিন্তু যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড বা পাকিস্তান-আয়ারল্যান্ড ম্যাচের মধ্যে একটিও বাতিল হয়। তাহলে শেষ আটে উঠে যাবে মার্কিননীরা। সেটা হলে জিতলেও ছিটকে পড়বে কোচ গ্যারি কারস্টেনের শিষ্যরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০