বিয়ের অনুষ্ঠানে পরিচয়। এরপর প্রেম। কিছুদিন পর বেড়ানোর কথা বলে আবাসিক হোটেলে নিয়ে টানা দুইদিন গণধর্ষণ। এমন অভিযোগে প্রেমিকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার। সোমবার দুপুরে পৌর শহর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার মুরাদপুর ইউপির মধ্যম ভাটেরখীল এলাকার মো. নয়ন, ভাটেরখীল এলাকার মো. নূর নবীর ছেলে মো. আলীম হোসেন, গুলিয়াখালীর খালিদ মেম্বারের বাড়ির মো. জামাল উল্লাহর ছেলে মো. রিফাত, দক্ষিণ ভাটেরখীল এলাকার আব্দুল মালেকের ছেলে ইমন ইসলাম, একই এলাকার নেছার আহমেদের ছেলে মো. রনি, জসিম উদ্দিনের ছেলে বারেক ও পৌরসদরের দক্ষিণ ইদিলপুর এলাকার আবুল কালামের ছেলে হোটেল ম্যানেজার মো. নূর উদ্দিন।
ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলা: আদালত ভবনেই আসামির ওপর হামলা
জানা গেছে, মাসখানেক আগে একটি বিয়ের অনুষ্ঠানে মিরসরাই উপজেলার স্বামী পরিত্যক্তা ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় নয়নের। একপর্যায়ে তাদের প্রেম হয়। সম্প্রতি তাকে বেড়ানোর প্রস্তাব দেন নয়ন। প্রস্তাবে সাড়া দিয়ে শনিবার সীতাকুণ্ডে আসেন ওই তরুণী। এরপর নয়ন ও তার বন্ধুরা তাকে গুলিয়াখালী বিচসহ বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাতে পৌর শহর এলাকার একটি আবাসিক হোটেল নিয়ে গণধর্ষণ করেন। টানা দুইদিন গণধর্ষণের ফলে অসুস্থ হয়ে সোমবার সকালে সীতাকুণ্ড থানায় গিয়ে অভিযোগ করেন ওই তরুণী। এরপর অভিযান চালিয়ে নয়নসহ ছয়জনকে আটক করে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, অভিযোগ পেয়ে নয়ন ও তার পাঁচ বন্ধুকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে।