বিয়ে বাড়িতে আগুন, নিহত-১১৩ আহত-৪শ
- আপডেট সময় : ০১:৫৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৭৯ বার পড়া হয়েছে
বিয়ে বাড়িতে আগুন, নিহত-১১৩ আহত-৪শ
আন্তর্জাতিক ডেস্কঃ
ইরাকের উত্তরাঞ্চলের নিনেভেহ প্রদেশের আল-হামাদানিয়া জেলায় বিয়ের অনুষ্ঠানে আগুন লাগে ১শ ১৩ জনের মৃত্যুর হয়েছে। আহত হয়েছে আরো প্রায় ৪শ জন। সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে ইরাকি রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র-বিবিসি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে মৃত্যু ও আহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে প্রদেশটির গভর্নর নিজাম আল-জাবৌরি।
প্রায় একই সময়ে নিনেভেহ প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল-আলাক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ১১৩ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, অনুষ্ঠান চলাকালীন ব্যবহৃত আতশবাজি জ্বালানোর পরে হলে আগুন ছড়িয়ে পড়ে।
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানিয়েছে, ভবনের দাহ্য গ্যাসের কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা জীবিতদের উদ্ধারে কাজ করেছে। ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স ও চিকিৎসক পাঠায় স্থানীয় কর্তৃপক্ষ। সূত্র- বিবিসি ও রয়টার্স।























