বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ মিয়ার শেষ বিদায়ে হাজার মানুষের ঢল
- আপডেট সময় : ০৪:২৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১০৪৭ বার পড়া হয়েছে
এম বাহাউদ্দীন নোমান, দশমিনা উপজেলা প্রতিনিধি: দশমিনার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ মিয়ার জানাযায় ঢল নামে হাজারো মানুষের। আজ ১২/১০/২৫ রবিবার বাদ বছর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে।
জানাযায় অংশ নিয়েছে দশমিনা উপজেলা বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।আজিজ মিয়া বীর মুক্তিযোদ্ধা হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়েছে।
আঃ আজিজ মিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন, চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার ১১/১০/২৫ রাতে ঢাকার একটা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য পদপ্রার্থী, হাসান মামুন,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী, মুফতি আবু বকর সিদ্দিক, গণ অধিকার পরিষদের সভাপতি, নুরুল হক নুর সহ আরো অনেকে।
জানাযা শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
এমএইচ/আস্থা