DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩
ঢাকাসোমবার ৫ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

বেঁকে যাওয়া রেললাইন ঠান্ডা করতে কচুরিপানা

Online Incharge
এপ্রিল ৩০, ২০২৩ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বেঁকে যাওয়া রেললাইন ঠান্ডা করতে কচুরিপানা

 

স্টাফ রিপোর্টারঃ

 

 

ব্রাহ্মণবাড়িয়া শহরের দাড়িয়াপুর এলাকায় তীব্র গরমে আবারও বাঁকা হয়ে যাওয়া রেললাইনটিতে ৩০ ঘণ্টা কর্মযজ্ঞ শেষে মেরামত করা পরও লাইনের দুই জায়গায়  আবারও বাঁকা হয়ে গেছে। এ ঘটনার পর রেললাইন ঠান্ডা রাখতে পানি ঢেলে কচুরিপানা দেয় রেলওয়ে কর্মীরা।

 

শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ওই রেললাইনটি ফের বাঁকা হওয়ার খবর পায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। পরে সকাল ১১টা থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সদর উপজেলার হরণ এলাকায়ও রেললাইন বেঁকে যাওয়ার বিষয়টি নজরে আসে রেলওয়ে কর্মীদের।

 

এদিকে বারবার একই জায়গায় লাইন বেঁকে যাওয়ার কারণ হিসেবে অতিরিক্ত তাপমাত্রার কথা বলছে রেল কর্তৃপক্ষ। মূলত রেললাইনে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলেই বেঁকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। শনিবার দাড়িয়াপুরে প্রায় ৫০ ডিগ্রি তাপমাত্রায় বেঁকে যায় ওই রেললাইন। এ ঘটনার পর রেললাইন ঠান্ডা করতে পানি ঢেলে কচুরিপানা দেয় কর্মীরা।

 

 

এ বিষয়ে আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান আহমেদ তারেক জানান, ‘দাড়িয়াপুরে দ্বিতীয়বার লাইন বেঁকে যাওয়ার পেছনে ভিন্ন কোনো কারণ নেই। অতিরিক্ত গরমেই বেঁকে গেছে। ডাউন এবং আপ- দুই লাইনেই নজরদারি বাড়ানো হয়েছে। কাঠের স্লিপারগুলো বদলে কংক্রিটের স্লিপার বসানো হচ্ছে। আর যেন লাইন না বেঁকে যায় এজন্য ধরনের সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

 

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মোঃ রফিকুল ইসলাম জানান, ‘তাপমাত্রা কমলে এবং কংক্রিটের স্লিপার লাগানোর পর পরিস্থিতি স্বাভাবিক হবে। কাঠের স্লিপারগুলোর লোড নেওয়ার সক্ষমতা কিছুটা কম, যার জন্য বাঁকা হয়ে যায়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১০