DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪
ঢাকামঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে ভাগ্নীকে উত্যক্তের প্রতিবাদে মামাকে ছুরিকাঘাত

DoinikAstha
মার্চ ১৮, ২০২১ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ভাগ্নীকে উত্যক্তের প্রতিবাদ করায় বকাটের ছুরিকাঘাতে রকি (২২) নামে এক যুবক গুরুতর জখম হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী করেছে। বুধবার রাতে বেনাপোল পৌরসভার ভবারবেড়র গ্রামের পাশে বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
আহত রকি বেনাপোল পৌরসভার ভবারেবড় গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং অভিযুক্ত বকাটে ইয়ামিন বেনাপোলের বড়আঁচড়া গ্রামের শফিকের ছেলে। এদিকে এ ঘটনায় আহত রকির মা মিরা বেগম তিনজনকে আসামী করে বেনাপোল পোর্টথানায় ইভটিজিং ও হত্যা প্রচেষ্টা মামলা দায়ের করলে পুলিশ ইয়ামিনকে গ্রেফতার করেছে।
অনান্য আসামীরা হলেন, বেনাপোলের ভবারবেড় গ্রামের শাহিনের ছেলে সৌরভ (২০) ও বাবলার ছেলে সাজ্জাদ হোসেন (১৯)।
পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানায়, বেনাপোলের ভবারবেড় গ্রামের নবম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রায় উত্যাক্ত করতো বকাটে যুবক ইয়ামিন। এঘটনায় স্কুশ ছাত্রী বাড়িতে উক্তত্বের কথা জানায়।
এসময় তার মামা রকি বুধবার সন্ধ্যায় বাইপাস সড়কে ইয়ামিনকে পেয়ে নিষেধ করলে পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বকাটে ইয়ামিন ও তার দুই সহযোগী রকির উপর আক্রমণ চালায়।
এসময় ইয়ামিনের দুই বন্ধু রকিকে ধরে রাখে আর ইয়ামিন রকির বুকে চুরিকাঘাত করে তারা পরে পালিয়ে যায়। খবর পেয়ে স্বজনরা রকিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় ক্ষুব্ধ গ্রামবাসী ইয়ামিনকে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করে।
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিয়ার রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অনান্য দুই আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে। #

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:২০