DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল সীমান্তে প্রায় ৪ কোটি টাকার স্ক্রাচ কার্ড’সহ গ্রেফতার-১

DoinikAstha
মে ২৫, ২০২১ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

যশোর : যশোরের বেনাপোল সীমান্ত হতে ৪৩ হাজার ১৪০ পিস ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্ক্রাচ কার্ড) সহ আমিনুর রহমান (২২) নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটককৃত আসামী আমিনুর রহমান পোর্ট থানার সাদীপুর গ্রামের শামছুর রহমান ছেলে।

 

যশোর- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড ঠেকাতে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

যার ফলশ্রুতিতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ০২ জন লোক প্রচুর পরিমানে ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্ক্রাচ কার্ড) বাংলাদেশ হতে ভারতে পাচারের উদ্দেশে সাদিপুর সীমান্তের সেতু এন্টারপ্রাইজ এর অফিসের ভিতর অবস্থান করছে।

 

উক্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বিজিবি’র বেনাপোল কোম্পানী সদরে কর্মরত নায়েব সুবেদার ইউনুস আলী এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা সেখান থেকে সন্দেহ ভাবে খাকি টেপ দ্বারা মোড়ানো অবস্থায় একটি কার্টুনসহ আমিনুর রহমান নামের ঐ আসামী কে গ্রেফতার করা হয়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অন্য কয়েকজন পাচারকারী পালাতে সক্ষম হয়। পরবর্তীতে, কার্টুনটি তল্লাশী করে ৪৩,১৪০ পিস ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্ক্রাচ কার্ড) উদ্ধার করা হয়। যার সিজার মূল্য আনুমানিক বাংলাদেশী টাকায় প্রায় ৪ কোটি টাকা।

আরো পড়ুন :  আসছে পুষ্পিতা মিত্র'র নতুন গান কান্দিস না

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬