DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ২৫শে নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম

Ellias Hossain
সেপ্টেম্বর ১, ২০২৩ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানে পেট্রোল এবং ডিজেলের দাম আরও বৃদ্ধি পেয়ে ৩শ টাকা ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের অধীনে তত্ত্বাবধায়ক সরকার পেট্রোল এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম লিটার প্রতি ১৪.৯১ টাকা এবং ১৮.৪৪ টাকা বাড়িয়েছে।পেট্রোলের দাম এখন দাঁড়িয়েছে ৩০৫.৩৬ টাকা, ডিজেলের দাম ৩১১.৮৪ টাকা।

পাকিস্তান সরকার এক বিবৃতিতে বলা হয়, পেট্রোলিয়াম পণ্যের বিদ্যমান ভোক্তা মূল্য সংশোধন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দামের ক্রমবর্ধমান প্রবণতা এবং বিনিময় হারের তারতম্যের কারণে।
সম্প্রতি বিদ্যুতের বিল বৃদ্ধি নিয়ে দেশটিতে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে। মুলতান, লাহোর এবং করাচি সহ একাধিক স্থানে ব্যাপক বিক্ষোভ দেখা গেছে যেখানে লোকেরা তাদের বিদ্যুতের বিল জ্বালিয়ে প্রতিবাদ দেখিয়েছে।

পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি এমন এক সময়ে হলো যখন পাকিস্তান রাজনৈতিক অস্থিতিশীলতার সাথে তার ইতিহাসে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি। পাকিস্তানে মুদ্রাস্ফীতি বর্তমানে রেকর্ড সর্বোচ্চ ২১.৩ শতাংশে রয়েছে। সূত্র-ইন্ডিয়া টুডে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩১
  • ৬:১৬