DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১১ই নভেম্বর ২০২৪
ঢাকাসোমবার ১১ই নভেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি, নেতৃত্বে হাসনাত

Doinik Astha
অক্টোবর ২২, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

এসময় সারজিস আরও বলেন, এই চারজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সারাদেশে কাজ করবে। পরবর্তীতে দ্রুত সময়ের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। তিনি বলেন, সদ্যগঠিত এই আহ্বায়ক কমিটি শুধু জেলা-উপজেলা নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করতে কাজ করবে।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিসহ ৫ দফা দাবিতে সন্ধ্যা সাড়ে সাতটায় জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার ৫ দফা দাবি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

তাদের উত্থাপিত দাবির মধ্যে রয়েছে- অনতিবিলম্বে ৭২ এর সংবিধান বাতিল করতে হবে। সে জায়গায় ২৪ এর গণঅভ্যুত্থানের পক্ষ থেকে নতুন করে সংবিধান লিখতে হবে; এই সপ্তাহের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে চিহ্নিত করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদেরকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে; এই সপ্তাহের মধ্যে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদচ্যুত করতে হবে; জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে ‘২৪ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে এই সপ্তাহের মধ্যে নতুন করে রূপরেখা প্রণয়ন করতে হবে এবং ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এসব নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল তাদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।

একইসঙ্গে তারা যেন ২৪ পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক হতে না পারে ও নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য আইনি ব্যবস্থা নিতে হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ৩:৩৯
  • ৫:১৮
  • ৬:৩৪
  • ৬:১০