আন্তর্জাতিক ডেস্কঃমালদ্বীপের রাজধানী মালেতে একটি বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
তার দল মালদ্বীভান ডেমোক্রেটিক পার্টি বলছে বৃহস্পতিবার (৬ মে) তিনি যখন তার ব্যক্তিগত গাড়ি নিয়ে বাড়ির বাইরে বের হওয়ার সময় এ বিস্ফোরণ ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।শুক্রবার (৭ মে) এ খবর জানায় বিবিসি।
মালদ্বীপের সাবেক এ প্রেসিডেন্ট বর্তমানে পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পুলিশ বলছে, হাসপাতালে তার চিকিৎসা চলছে। বিস্ফোরণে বিদেশি পর্যটকও আহত হয়েছেন বলে জানা গেছে।
নাশিদ তার গাড়িতে প্রবেশের সময়ই বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে।
হাসপাতাল সূত্র জানায়, একাধিক ক্ষত রয়েছে নাশিদের শরীরে। তবে এ নিয়ে বিশদ কিছু জানানো হয়নি। বিস্ফোরণে নাশিদ আহত হওয়ার পরই জরুরিভিত্তিতে দেশের সংসদে অধিবেশন ডাকা হয়।