বোরহানউদ্দিন উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ
- আপডেট সময় : ০৫:০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৪৩ বার পড়া হয়েছে
বোরহানউদ্দিন উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পণ
লিখন দে সুদীপ্ত, জেলা প্রতিনিধি, ভোলা: প্রানের ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বোরহানউদ্দিন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পণ করেছেন সর্বস্তরের জনগণ এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য “জনাব আলহাজ্ব আলী আজম মুকুল , এমপি “, বোরহানউদ্দিন উপজেলার সুযোগ্য মেয়র জনাব আলহাজ্ব রফিকুল ইসলাম , উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আবুল কালাম আজাদ, ইউএনও জনাব মোঃ সাইফুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি , বীর মুক্তিযোদ্ধারা , এবং শিক্ষক ও জনসাধারণ। এ সময় আলোচনা সভায় সংসদ সদস্য সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন “রক্তের বিনিময়ে এই বাংলা ভাষা কেনা এই ভাষার ব্যবহার যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। রক্ত দিয়ে এই ভাষাকে আদায় করা হয়েছে প্রয়োজনে রক্ত দিয়ে হলেও ভাষার পরিচ্ছন্ন ব্যবহার করব”
























