ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়া দেখে ফেলায় যুবককে হত্যা
- আপডেট সময় : ১১:০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
- / ১০৭২ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়া দেখে ফেলায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে রাজু মিয়া (২০) নামে এক যুবককে হত্যা করে পালিয়ে যায় ঘাতক শুভ মিয়া (২২)। এ ঘটনার ১০ ঘণ্টার মধ্যে হত্যাকারী শুভকে ধরিয়ে দিল তারই মা শাহনাজ বেগম।
গত রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের দেবগ্রামের ওই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার সকালে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত রাজু’র পিতা আলমঙ্গীর মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, পাশের বাড়ির এক কিশারীর সঙ্গে শুভর পরকীয়া চলছিল। তাদের ওই অন্তরঙ্গ মুহুর্তের ঘটনা দেখে ফেলায় রাজু এবং শুভ দু’জনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে রাজুকে দেখে নেওয়ার হুমকি দেয় শুভ। ওই ঘটনার জের ধরেই রোববার রাত সাড়ে ৯টার দিকে ডেকে নিয়ে রাজুকে ছুরিকাঘাত করে হত্যা করে কিশোরগঞ্জের করিমগঞ্জে পালিয়ে যায় শুভ।
আখাউড়া থানা পুলিশের কাছে বিষয়টি শুভর মা শাহনাজ বেগম জানিয়ে দেয়। পরে শাহানাজ বেগমের তথ্যের ভিত্তিতে রাজুর হত্যাকারী শুভকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার লৌয়া গ্রাম থেকে আটক করতে সক্ষম হয় আখাউড়া থানা পুলিশ।
সে আখাউড়া পৌরশহরের দেবগ্রামের ভাড়াটিয়া বাসিন্দা মহিউদ্দিন মিয়ার ছেলে।
আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, হত্যার বিষয়ে শুভ স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।



















