DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ৭ই জুন ২০২৩
ঢাকাবুধবার ৭ই জুন ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় পঞ্চাশ বছর পর নতুন রাস্তা পাওয়ায় স্বপ্নপূরণ গ্রামবাসীর

Online Incharge
মে ১০, ২০২৩ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ভাঙ্গায় পঞ্চাশ বছর পর নতুন রাস্তা পাওয়ায় স্বপ্নপূরণ গ্রামবাসীর

মামুনুর রশীদঃফরিদপুর প্রতিনিধিঃ

স্বাধীনতার পরবর্তী সময়ে অনেক সরকার এসেছে। আবার চলেও গেছে। প্রতিনিধি হিসেবে যাদেরকে ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছিলাম অনেকেই প্রতিশ্রুতি দিলেও স্বপ্নের রাস্তার বাস্তবে দেখা মেলেনি। বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের উন্নয়নের রাজনীতিতে বঙ্গবন্ধুর দৌহিত্র জননেতা নিক্সন এমপিকে পাওয়ায় আজ পঞ্চাশ বছর পর গ্রামের বুকচিরে নতুন রাস্তা পাওয়ায় এলাকার শত শত গ্রামবাসীর স্বপ্নপূরণে রুপ নিয়েছে। এভাবেই কথাগুলে বলছিলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মক্রমপট্টি গ্রামের বৃদ্ধ আমানত আলী।

 

স্থানীয় সুত্র মতে জানা যায়, ভাঙ্গা উপজেলার বিশেষ একটি ইউনিয়ন ঘারুয়া। স্বাধীনতা যুদ্ধের সময় ইউনিয়নের বেশ কয়েকজন মুক্তিগামী পরিবারের সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে স্বাধীনতা বিরেধী চক্র। সেই হিসেবে উপজেলার মানুষের কাছে ইউনিয়নটির গ্রহণ যোগ্যতা কিছুটা ভিন্নমাত্রা সবসময়ই। এছাড়া উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে অত্র ইউনিয়নের সন্তান হিসেবে মোশারফ হোসেন প্রথম চেয়ারম্যান হিসেবে উপজেলায় অধিষ্ঠিত হওয়ার সুবাদে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনেও বিজয়ী হয়েছেন ইউনিয়নের সন্তান এসএম হাবিবুর রহমান।

 

স্বৈর শাসনের আমলগুলো বাদ দিলে আওয়ামীলীগ সরকার যখন ক্ষমতায় এসেছে ঠিক সেইসময়ে ভাঙ্গার আনাচে কানাচের ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে। কারন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আওয়ামীলীগের জন্য একটি বিশেষ আসন। অদ্যবধি ভাঙ্গায় আওয়ামীলীগ সমর্থনের বাহিরের কোন পরিবারের সদস্যরা সংসদ নির্বাচনে বিজয় লাভ করতে পারে নি।

 

দীর্ঘদিনের অবহেলিত ও অনউন্নয়ন উপজেলায় আওয়ামীলীগ সরকার গত কয়েক বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে একটি পৌরসভাসহ ১২টি ইউনিয়ন এলাকার ব্রিজ রাস্তা-ঘাট-কাল্ভারট নির্মাণের পাশাপাশি ব্যপক উন্নয়ন করেছেন স্থানীয় সরকার,উপজেলা পরিষদ,প্রকল্প বাস্তবায়ন শাখাসহ সরকারের বিভিন্ন সেক্টর। এজন্য সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির আন্তরিক প্রচেষ্টার প্রতি শ্রদ্ধাশীল এলাকার সাধারণ জনগণ।

 

ঘারুয়া ইউনিয়নের জনগণের ভাষ্যমতে, মক্রমপট্টি গ্রামের প্রায় ১০হাজার জনগণের দীর্ঘদিনের দাবী ছিল কুদ্দুস মেম্বরের বাড়ির মোড় থেকে সাওতিকান্দা হয়ে মালিগ্রাম বিশ্বরোড (বর্তমান রেল সংযোগ) একটি রাস্তা নির্মাণ করা হলে মক্রমপট্টি, চানপট্টি, রশিদপুরা, সাওতিকান্দা ও হিরালদি এলাকার সাধারণ জনগণে উপকৃত হতে পারবে। বিশেষত এলাকার মানুষ ইউনিয়ন থেকে উপজেলা সদরে দ্রুত সময়ে পৌঁছে যে কোন কাজ সম্পন্ন করে নিজেদের গ্রামে ফিরতে পারবেন।

 

আরো পড়ুন :  পাঁচবিবিতে নবাগত ইউএনও আরিফা সুলতানা'র যোগদান

অবশেষে পাঁচটি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের সেই স্বপ্ন পূরণের রাস্তা হতে চলেছে স্থানীয় সংসদ সদস্যর আন্তরিক প্রচেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমানের সার্বিক সহযোগীতায় ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদের দেখভালের মধ্যে দিয়ে। সরজমিনে গিয়ে জানা গেছে, তিন কিলো মিটারের রাস্তার কাজ শুরু হয়ে বেশ দ্রুত গতিতে কাজ চলছে। রাস্তার আশপাশের বাড়ি ঘরের অনেক বসতি পরিবারের লোকজন উচ্ছ্বাসিত। আবার কোন কোন পরিবার নতুন রাস্তার সাথে নিজেদের বাড়ির রাস্তায় মাটি ফেলে বাড়ির মানুষের জন্য যাতায়াতের সুবিধায় রাস্তা করে নিচ্ছেন নিজেদের খরচে। এক কথায় প্রায় পঞ্চাশ বছর পর গ্রামের নতুন রাস্তা হওয়ায় গ্রামবাসীর স্বপ্নপূরণের লক্ষে ইউপি চেয়ারম্যান মুনসুর আহমেদ তাদেরকে যে উপহার দিলেন অসংখ্য পরিবারের লোকজন আওয়ামীলীগ সরকারের গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে স্থানীয় সংসদ সদস্যর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

ঘারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা ডাঃ এখলাস আহমেদ বলেন, আমরা ছোট বেলা থেকেই দেখে আসছি ঘারুয়া ইউনিয়নটি ছিল বেশ অবহেলিত। আওয়ামীলীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে ততবার এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন উল্লেখিত পাঁচটি গ্রামের লোকজনের যাতায়াতের জন্য রাস্তাটি জরুরি হয়ে পড়েছিল বিধায় সংসদ সদস্যর কাছ থেকে ইউপি চেয়ারম্যান রাস্তাটি করার জন্য দ্রুত যেভাবে কাজ সম্পাদন করেছেন আমরা ইউনিয়নবাসী কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

ঘারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুনসুর আহমেদ বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার বিধায় আমাদের নেতা সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির ভাঙ্গায় উন্নয়নের ধারাবাহিকতায় আমার ঘারুয়া ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের দাবী পূরণ সম্ভ্যব হচ্ছে। একজন জনপ্রতিনিধি হিসেবে আমার যেঁটুকু দায়িত্ব রয়েছে আমি সেইক্ষেতে সব সময় জনগণের সাথে থেকে পাশে থেকে তাদের জন্য কাজ করে যেতে হবে এটাই আমার মূল লক্ষ্যে বলে তিনি মনে করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৭
  • ১২:০০
  • ৪:৩৬
  • ৬:৪৭
  • ৮:১২
  • ৫:১০