ভাঙ্গায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগ
- আপডেট সময় : ০৭:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১০২৪ বার পড়া হয়েছে
ভাঙ্গায় প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগ
মামুনুর রশীদ/ভাঙ্গা প্রতিনিধিঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গভীর রাতে প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুটতরাজ ও বসতঘরে অগ্নি সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ এপ্রিল) রাঁত একটার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের হাজরাকান্দা গ্রামে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনার পর থেকে এলাকায় বিবদমান এক পক্ষ অন্য পক্ষের লোকজনকে ফাঁসানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। সাধারণ মানুষের মাঝে চরম ভয় ও আতংক বিরাজ করছে বলে জানিয়েছেন গ্রামের সাধারণ জনগণ।
এলাকা সূত্রে জানা যায়, হাজরাকান্দা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বহুদিন ধরে জব্বার মাস্টার ও জুলহাস মেম্বারের গ্রুপের সাথে উত্তেজনা বিরাজ করতে থাকে। এদের দুই দলের মাঝে ডজন ডজন মামলাও রয়েছে। গত কয়েকদিন ধরে জব্বার মাস্টারের কিছু সমর্থক জুলহাস মেম্বারের দলে যোগদান করেন। এ নিয়ে জব্বার মাস্টার তার দল গোছাতে বুলবুল মেম্বারের বাড়িতে জরুরী বৈঠক করেন। জব্বার মাস্টার দলের মুন্নু শেখ জুলহাসের দলে যোগ দেওয়ায় গতকাল সোমবার মুন্নু শেখের উপর হামলা চালায় জব্বার গ্রুপ।
সেখানে বুলবুল মেম্বার এগিয়ে গেলে বুলবুল মেম্বারকে একা পেয়ে জুলহাস এর লোকজন মারধর করে। পরে ওই রাতেই জব্বারের লোকজন সঙ্গবদ্ধ হয়ে জুলহাস মেম্বারের বাড়ি ও তার সমর্থকদের বাড়িতে ব্যাপক ভাংচুর চালায়ে তিনটি নসত বাড়িতে অগ্নি সংযোগ করেন বলে জুলহাস মেম্বারের অভিযোগ।
এনিয়ে গতকাল থেকে দুই গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষ কালে কমপক্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। গুরুতর আহত ৮ থেকে ১০ জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ জিয়ারুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়, বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। অগ্নিসংযোগ ও ভাংচুরের বিষয়ে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


























