DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৬শে জুলাই ২০২৪
ঢাকাশুক্রবার ২৬শে জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় সড়কে গাছ ফেলে ডাকাতি ঘটনায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মামুনুর রশিদ
এপ্রিল ১২, ২০২৩ ১১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়কে গাছ ফেলে গরুর বেপারিদের বহনকারী ট্রাকে ১০ লাখ টাকা ছিনতাই করার সাথে জড়িত জুয়েল তালুকদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে জুয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, সোমবার (১০ এপ্রিল) রাতে ভাঙ্গা উপজেলার দুয়াইর এলাকা থেকে জুয়েল তালুকদার নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সে ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। জুয়েল ওই গ্রামের মোশারফ তালুকদারের ছেলে। তাকে গগ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি চাইনিজ কুড়াল, চারটি রামদা, একটি করাত, ১টি ডেগার, দুটি মুখ বাঁধার কালো গেঞ্জির কাপড়, নগদ ১০ হাজার ৫’শ টাকা উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরও বলেন, ভাঙ্গা অঞ্চলটা হাইওয়ে রোডের সঙ্গে সম্পৃক্ততা হওয়ার কারণে এসব অঞ্চলে ডাকাতির নিরাপদ রুট মনে করে ডাকাতরা। কিছু সময় ডাকাতির খবর শোনা যায়। তবে, পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলালউদ্দিন ভূইয়া বলেন, জুয়েল ডাকাত দলের সেকেন্ড-ইন-কমান্ড। দীর্ঘদিন যাবৎ ডাকাতির সঙ্গে জড়িত। জুয়েলকে গ্রেপ্তারের পর ডাকাতির সাথে জড়িত আরও ১০ থেকে ১২ জনের তথ্য পাওয়া গেছে । তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ এলাকা থেকে মিরাজ মাতুব্বর, আলামীন,মমীন সর্দার,ফরিদ মুন্সী, ওমর শেখ,আমিনুল সহ ৬ গরু ব্যবসায়ী খুলনার উদ্দেশ্যে ভোর ৫ টার দিকে ট্রাকে করে দুয়াইড় সড়কের যাচ্ছিল। এসময় পথিমধ্যে একটি ফাকা যায়গায় পৌঁছালে ২০/৩০ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী রাস্তার পাশের গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরি করে। দেশীয় অস্ত্রের মুখে ব্যবসায়ীদের জিম্মি করে ট্রাক ভাংচুর চালায়। হামলায় ট্রাক চালকসহ ৩ গরু ব্যবসায়ী আহত হয় এবং ব্যাবসায়ীদের ১০ লক্ষ্য টাকা লুটে ছিনতাইকারীরা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১১
  • ৫:২৪