DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ২২শে জানুয়ারি ২০২৫
ঢাকাবুধবার ২২শে জানুয়ারি ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শার্শায় বিক্ষোভ মিছিল

Astha Desk
ডিসেম্বর ৫, ২০২৪ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীরা। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনসহ দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এতে নেতৃত্বে দেন নাভারন ডিগ্রী কলেজের ছাত্র সামি উল্লাহ। শার্শা থানার মোড় থেকে শুরু করে মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে এক সমাবেশে তাদের বক্তব্যে বলেন, স্বাধীন বাংলাদেশের জনগণকে অনিরাপদ করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ভারতীয় দোসররা। তাদের এসব দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে বিএনপি নেতাকর্মীদের।

এসময় বক্তব্য রাখেন, যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস‍্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি, শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিবুজ্জামান রাকিব, যশোর এম এম কলেজের ছাত্র তরুল ইসলাম তোহা, শার্শা দাখিল মাদ্রাসার ছাত্র সাহেব আলী ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রী কলেজের ছাত্র ছাইম ছাইদ প্রমূখ।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮
  • ১২:১৩
  • ৪:০০
  • ৫:৪০
  • ৬:৫৬
  • ৬:৪৩