DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ২৯শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ করেছে যুক্তরাষ্ট্র

Online Incharge
আগস্ট ৩০, ২০২৩ ৯:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় কোম্পানির ২৬ মিলিয়ন ডলার জব্দ করেছে যুক্তরাষ্ট্র

 

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগে ভারতীয় দুটি হীরা কোম্পানির বিপুল পরিমানের অর্থ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নয়াদিল্লি এই অর্থ ছেড়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। রাশিয়ার হীরা কোম্পানি আলরোসার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগেই ভারতের দুই কোম্পানির ২৬ মিলিয়ন ডলার আটকে দেয় ওয়াশিংটন। সূত্র-টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্স।

গেল বছর ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় হামলার জেরে এবং রুশ এনটিটির ওপর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞা দেয়ার পর এই প্রথম ভারতীয় কোনো ব্যবসার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হলো।

ভারতীয় ওই কোম্পানিগুলোর সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইউনিটগুলো যখন হীরা কিনতে অর্থ স্থানান্তর করার চেষ্টা করছিল, তখন মার্কিন ওই দপ্তর সেই অর্থ জব্দ করে। ওই অর্থ আলরোসা বা অন্য কোনো পক্ষের কাছে স্থানান্তর করা হচ্ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের একটি সরকারি সূত্র বলেছে, সরকার ওএফএসির পদক্ষেপ সম্পর্কে জ্ঞাত রয়েছে এবং এ ব্যাপারে আলোচনা শুরু করেছে। সংশ্লিষ্ট ভারতীয় কোম্পানিগুলো যদিও অর্থ জব্দ হওয়া নিয়ে সরকারকে দুইটি কারণ দেখিয়েছে। এগুলো হচ্ছে, হয়ত নিষেধাজ্ঞার আওতায় নেই রাশিয়ার এমন প্রতিষ্ঠানকে অর্থ দেয়া হচ্ছিল, তারপরেও যুক্তরাষ্ট্র তাদের অর্থ জব্দ করেছে। কিংবা গত বছরের এপ্রিলে আলরোসার ওপর দেয়া নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই হীরা কেনার আদেশ দেয়া হয়েছিল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭