গ্রেপ্তার ব্যক্তি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আক্তার বলেন, গত ১১ জানুয়ারি ভারতীয় সন্ত্রাসী পরিচয় দিয়ে মোবাইল ফোনে গুলশানের এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে বোমা মেরে তার পরিবারের সদস্যদের উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
“পরদিন বিকাল ৪টায় ওই ব্যবসায়ীর প্রাইভেটকারটি পার্কিং করা অবস্থায় চালক গাড়ির নিচে বোমার মতো বস্তু দেখতে পায়। বিষয়টি বাড্ডা থানায় জানালে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট বোমার মতো বস্তুটি অপসারণ এবং ধ্বংস করে। এটি একটি অকার্যকর বোমা ছিল।”ওই ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি মামলা করা হয়েছে বলে সংবাদ সেম্মেলনে জানানো হয়।