DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫
ঢাকামঙ্গলবার ১লা জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

ভারতের মণিপুরে সহিংসতায় নিহত-১৬

Astha Desk
মে ৬, ২০২৩ ২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতের মণিপুরে সহিংসতায় নিহত-১৬

 

আস্থা ডেস্কঃ

 

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে চলমান সহিংসতায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

 

মণিপুরের মেতাই জাতিকে উপজাতি স্বীকৃতি দেয়ার আভাস পাওয়ায় স্থানীয় আদিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আর সে ক্ষোভ থেকেই ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে রাজ্যটির আট জেলায়। যারই জের ধরে এই সংঘর্ষ শুরু হয়। চলছে জ্বালাও-পোড়াও। জ্বালাও-পোড়াও দমনে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। মোতায়েন করা হয়েছে সেনাসদস্যদের। রাস্তায় নেমেছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন র‌্যাপিড অ্যাকশন ফোর্সও।

 

রাজ্যটিতে মূলত ৬০ শতাংশ মানুষই আদিবাসী সম্প্রদায়ের। ভারতীয় গণমাধ্যমের দাবি, মণিপুরে মেতাই সম্প্রদায়কে আদিবাসী তফসিলি উপজাতি হিসাবে স্বীকৃতি দেয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রদায়টি বিগত ১০ বছর ধরে আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবিতে আন্দোলন করে আসছিলো।

 

মেতাইদের যাতে আদিবাসী স্বীকৃতি দেয়া না হয়, তারই দাবিতে বুধবার (৩ মে) রাজ্যটির চূড়াচাঁদপুর জেলায় মিছিল বের করে আদিবাসী ছাত্র সংগঠন এটিএসইউএম। আদিবাসীদের দাবি, মেতাইদের তফসিলি স্বীকৃতি দিলে মণিপুরের প্রকৃত আদিবাসীদের অধিকার ক্ষুণ্ণ হবে।

 

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবারের মিছিল থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়। এরপর মণিপুরের বিভিন্ন জেলায় দুই জনগোষ্ঠীর মধ্য সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

 

সেনাবাহিনী ও কেন্দ্রীয় পুলিশ বাহিনী শুক্রবার বিকেল পর্যন্ত ১৫ থেকে ২০ হাজার মানুষকে এলাকাগুলো থেকে সরিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছেন রাজ্যের পুলিশ মহানির্দেশক পি ডউঙ্গেল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৪৫
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৫৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫০
  • ১২:০৬
  • ১৬:৪২
  • ১৮:৫৪
  • ২০:২০
  • ৫:১৪